করোনা আক্রান্তে উপমহাদেশে দ্বিতীয় বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ১২:৪০:৫৩
প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। দেশে করোনাভাইরাস সংক্রমণ কমার জোরালো লক্ষণ নেই। সবশেষ চব্বিশ ঘণ্টায় দুই হাজারের বেশি শনাক্ত নিয়ে আক্রান্তের বৈশ্বিক তালিকায় পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। উপমহাদেশের দেশগুলোর মধ্যে উঠে এসেছে দ্বিতীয়স্থানে।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শনিবার পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ২ হাজার ২৬৫ জন মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন, যা পাকিস্তান থেকে সাড়ে চারশোর বেশি। এর মধ্য দিয়ে করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় পঞ্চদশ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
আক্রান্তে বাংলাদেশের উল্লম্ফনে পনেরোতম স্থান থেকে ষোলোতম স্থানে নেমে গেছে পাকিস্তান, শনিবার দুপুর পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে ভারত। শনাক্ত সংখ্যা ২৯ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি। শীর্ষে থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ জনে। মৃত্যুর তালিকায় উপমহাদেশের দেশগুলোর মধ্যে তৃতীয়স্থানে আছে বাংলাদেশ।
প্রায় ৫৬ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায় শীর্ষে ভারত; ৬ হাজার ২০০ ছাড়ানো মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে পাকিস্তান।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬২ জন। মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।