সিলেট মহানগর পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৩:৩৮:১১
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার জানান, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা দেন গোলাম কিবরিয়া। ওই রাতেই তার করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আসে।
তবে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।