যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জনের মত্যু, শনাক্ত ৭৫৮
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২০, ১২:৫৮:২৮
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে ।
এদিকে, স্কটল্যান্ডে গত ২৩ দিন যাবত কেউ করোনায় মৃত্যুবরণ করেনি।
জানা গেছে, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। গতকাল শুক্রবার ছিলো ৯৮ জন ও বৃহস্পতিবার ছিলো ৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৬৬ জন। এই পরিসংখ্যান গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। গতকাল শুক্রবার ছিলো ৮৭১ জন, বৃহস্পতিবার ছিলো ৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৩ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৫ জন ও ওয়েলসে ১ জন। তবে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।