নেত্রকোণায় হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবি : নিহত ১৫
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২০, ৩:২৪:৫৮
নেত্রকোণার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৪ জন।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত ১৫ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছে।