নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২০, ৩:৫৯:৪৫
হিমালয়ের দেশ নেপালের প্রত্যন্ত একটি গ্রামে ভারি বৃষ্টিপাতের মধ্যে সৃষ্ট ভূমিধসের ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ৪৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে প্রত্যন্ত নরাহরিনাথ গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘুমের মধ্যেই এক পরিবারের সাতজন নিহত হন। এদের মধ্যে তিনটি শিশু ও তিনজন নারী রয়েছেন।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, একই গ্রামে দ্বিতীয় ভূমিধসে অপর একটি বাড়ি চাপা পড়ে আরও দুইজন নিহত হন। যদিও ভূমিধসের পর ওই পরিবারের আরও তিন সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটিতে বন্যা ও ভূমিধসের বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন নিখোঁজ ও ৮৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় বছরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এ সময় নেপালে নিয়মিতভাবেই বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটে থাকে।