এবারও শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৩:২৯:৪৬
করোনার কারণে দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পর এবার ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।
কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনে ১৯৩তম ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এর আগে ক’রো’না প্রা’দু’র্ভাবের কারণে এর আগে এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানও বন্ধ ঘোষণা করা জেলা ক’রো’না প্রতিরোধ এবং ঈদ ঈৎসব উদযাপন কমিটি।
জানা গেছে, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর তীরে দুইশত বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে প্রতি বছর দেশ বিদেশের তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লী ঈদের জামাত আদায় করে আসছিলেন। এক সময় এ ঈদগাহ ময়দানটি দেশ এমনকি উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের খ্যাতি অর্জন করে।
২০১৬ সালের ৭ জুলাই ভ’য়া’বহ জ’ঙ্গি হা’ম’লার ঘটনায় দুই পুলিশ সদস্য, এক প্রতিবেশী নারী এবং এক জঙ্গিসহ চারজন নি’হ’ত ও পুলিশসহ ১৬ মুসুল্লি হতাহতের নি’ষ্ঠু’র ঘটনা ঘটে। কিন্তু; তারপরও ভাটা পড়েনি এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদের জামাতে মুসল্লীদের সমাগমে।
তবে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সোশ্যাল ট্রান্সমিশন আতঙ্ক রুখে দেয় ঈদ জামাত আয়োজনকে।