যুক্তরাজ্যে লকডাউনের পর সর্বনিম্ন ৭ জনের মৃত্যু : শনাক্ত ৬৮৫
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ১২:৪২:০০
লন্ডন অফিস : যুক্তরাজ্যে লকডাউনের পর করোনাভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড গড়েছে। মৃত্যুর সংখ্যা নেমে এসেছে সিঙ্গেল কোটায়। গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশটিতে মারা গেছেন ৭ জন।
এদিকে, গত ১৩ মার্চ লকডাউন শুরুর পর থেকে প্রাণহানির সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এখন আশার আলো দেখছেন পুরো যুক্তরাজ্যবাসী।
অপরদিকে, দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন ৪৫ হাজারের উপরে। আক্রান্তের সংখ্যাও ৩ লাখ ছাড়িয়েছে। তবে, টানা একাদশ দিনেও স্কটল্যান্ডে নতুন কোনও মৃত্যু হয়নি। গত ২৪ ঘন্টায় ওয়েলসেও নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাছাড়া উত্তর আয়ারল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারাও নতুন মৃত্যুর খবর প্রকাশ করেননি।
জানা গেছে, যুক্তরাজ্যে রোববার মৃত্যুর সংখ্যা ছিল ১৪ জন ও শনিবার মারা যান ৬১ জন। এছাড়া শুক্রবার ১২৩ জন, বৃহস্পতিবার ৫৩ জন, বুধবার ৭৯ জন ও মঙ্গলবার মারা গেছেন ১১০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৫৯ জনে।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রায় তিন লাখেরও বেশি মানুষের পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। এর আগে রোববার ৭৪৭ জন, শনিবার ৭৬৭ জন, শুক্রবার ৭৭০ জন, বৃহস্পতিবার ৭৬৯ জন, বুধবার ৫৬০ জন ও মঙ্গলবার আক্রান্ত হন ৪৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১১ জন।