চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৫:৫৪:২৬
চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে অবস্থিত চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে সিনিয়র একাদশকে ৬-১ গোলে পরাজিত করছে জুনিয়র একাদশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ইউনির্ভাসিটির সেন্ট্রাল স্টেডিয়ামে সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যকার এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচ শেষে খেলোয়ালদের মাঝে পুরুষ্কার প্রদান করেন ডা. মোস্তাফিজুর রহমান।
সিনিয়র একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করেন আশিকুর রহমান আশিক ও জুনিয়র একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. রতন ভূইয়া।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন লকডাউনে ঘর বন্দি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরা ও অ্যাকাডেমি সেমিস্টার শেষ হওয়া উপলক্ষে এই ম্যাচটির আয়োজন করে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।