লন্ডনে কৃষ্ণাঙ্গদের হামলায় আহত ২ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২০, ৪:২৩:১০
ইস্ট লন্ডনের ক্লিসি অঞ্চলের ওয়েলেসলে স্ট্রিটে দুই বাংলাদেশি কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে কৃষ্ণাঙ্গ তরুণদের একটি গ্যাং।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইউকে নিউজ ইন পিকচারস (ইউকেনিপ)।
প্রতিবেদনে ভুক্তভোগী দুই কিশোরের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তাদের টিনএজার হিসেবে পরিচয় করানো হয়েছে।
ভুক্তভোগীরা নিজেদের বাসা থেকে বের হতেই আক্রমণের শিকার হয়। একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় তাদের পোশাক পড়ে রয়েছে, পাশে রক্তের দাগ।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, নিরস্ত্র দুই কিশোর বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই পাঁচ কৃষ্ণাঙ্গ তরুণ তাদের ধাওয়া করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ৩টা ৪৯ মিনিটের দিকে তারা মারামারির খবর পান। দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।