ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন বাইডেন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২০, ৪:০৯:০৯
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিশ্বের সকল মুসলিমের কাছে বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিব।
সোমবার (২০ জুলাই) মুসলিম পলিটিকাল অ্যাকশন কমিটি এমগেজ আয়োজিত সমাবেশে বাইডেন বলেন, মুসলমান সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ডোনাল্ড ট্রাম্পের নির্যাতন, যা দেশটিতে থাকা কালো ও বাদামী গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। ট্রাম্প চার বছর ধরে যুক্তরাষ্ট্রের মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত চাপ ও তাদের অসম্মান করছেন।
বিশ্লেষকদের মতে, ২০১৭ সালে ট্রাম্প প্রথমেই ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করেন।
বাইডেন বলেছেন, ট্রাম্প তার কথাবার্তা, নীতি নৈতিকতা এবং কাজকর্মের মাধ্যমে দেশে ঘৃণার আগুন ছড়িয়ে দিয়েছেন। যা আমি কখনোই মেনে নিব না।