মাধবপুরে গাঁজার বালিশসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২০, ১০:৪১:০১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গাঁজা দিয়ে বালিশ বানিয়ে পাচারকালে গাড়িসহ সালেক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ রোববার সকালে গুনাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত সালেক মাধবপুর পৌর এলাকার গুমটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমানের নেতৃত্বে গুনাপাড়া মোড় থেকে দুইটি বালিশের ভেতরে করে অভিনব কৌশলে ৬ কেজি গাঁজা পাচারের সময় সালেককে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করা হয়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সালেক মিয়াকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।