যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৪৫ হাজার ছাড়ালো : ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২০, ১২:৩১:২৬
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও ৩ লাখ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় (বুধবার) করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে।
তবে, একদিনের ব্যবধানে মত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
এদিকে, টানা ৭ম দিনেও স্কটল্যান্ডে করোনায় কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘন্টায় উত্তর আয়ারল্যান্ডও নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি।
জানা গেছে, যুক্তরাজ্যে মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল ১৩৮ জন। সোমবার মারা যান ১১ জন ও রোববার মৃত্যু হয় ২১ জনের। এছাড়াও শনিবার মারা যান ১৪৮ জন, শুক্রবার ৪৮ জন ও বৃহস্পতিবার ৮৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৩ জনে।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩৮ জন। মঙ্গলবার আক্রান্ত হন ৩৯৮ জন। এছাড়া সোমবার ৫৩০ জন, রোববার ৬৫০ জন, শুক্রবার ৫১২ জন ও বৃহস্পতিবার আক্রান্ত হন ৬৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯১১ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডের মারা যান ২২ জন ও ওয়েলসে ২ জন। স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে কেউই মারা যাননি। এই হিসাব শুধু হাসপাতালে মৃত্যুর সংখ্যার।