যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় মত্যু আরও ২১ জনের : শনাক্ত ৬৫০
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ১২:৩২:১৪
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ( রোববার) আরও ২১ জন মৃত্যুবরণ করেছেন।
শনিবার মারা যান ১৪৮ জন, শুক্রবার ৪৮ জন, বৃহস্পতিবার ৮৫ জন, বুধবার ১২৬ জন, মঙ্গলবার ১৫৫ জন ও সোমবার ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এ দাঁড়িয়েছে ৪৪,৮১৯ জনে।
মার্চে লকডাউন শুরু হওয়ার পর রোববারের সর্বনিম্ন পরিসংখ্যান এটি।
তবে, রোববার প্রকাশিত পরিসংখ্যানগুলো উইকএন্ডে প্রসেসিংয়ে বিলম্বের কারণে সাধারণত ছোট হয়।
এতে গত রোববার মৃত্যুর সংখ্যা ২২ জনের তুলনায় কিছুটা কমলেও গত সপ্তাহে ১৪৮ জন মারা যাওয়ার পরে এই সপ্তাহান্তে সম্ভাব্য দ্বিতীয় তীক্ষ্ণ অগ্রভাগ নিয়ে উদ্বেগ রয়েছে।
গত ২৪ ঘন্টার মধ্যে নতুন করে মোট ৬৫০ জনের করোনাভাইরাস সংক্রমিত হয়। এতে শনাক্তের মোট সংখ্যা ২,৮৯,৬০৩ এ উঠেছে।
এদিকে, শনিবার শনাক্ত হন ৮২০ জন, শুক্রবার ৫১২ জন, বৃহস্পতিবার ৬৪২ জন, বুধবার ৬৩০ জন, মঙ্গলবার ৫৮১ জন ও সোমবার ছিলো ৩৫২ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এ নিয়ে দ্বিতীয় রোববার স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ডে কোনও মৃত্যুর খবর প্রকাশত হয়নি।