যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৮৫ জনের, শনাক্ত ৬৪২
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২০, ১২:২০:৫৯
লন্ডন অফিস : যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে।
তবে, গত ২৪ ঘন্টায়ও স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, যুক্তরাজ্যে গতকাল বুধবার মারা যান ১২৬ জন। মঙ্গলবার ছিল ১৫৫ জন, সোমবার ছিল ১৬ জন, রোববার ২২ জন, শনিবার ৬৭ জন ও শুক্রবার ১৩৭ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৬০২ জন। এই মৃত্যুর পরিসংখ্যানে হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। বুধবার ছিল ৬৩০ জন, মঙ্গলবার ৫৮১ জন, সোমবার ৩৫২ জন, রোববার ৫১৬ জন, শনিবার ৬২৬ জন, শুক্রবার ৫৪৪ জন ও বৃহস্পতিবার ছিলো ৫৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৬২১ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডের মারা যান ২২ জন, ওয়েলসে ২ জন এবং স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে কেউই মারা যাননি। এই হিসাব শুধু হাসপাতালে মৃত্যুর সংখ্যার।