সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ৩:১৮:০৬
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি টি এম গিয়াস উদ্দিন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর।
গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
টি এম গিয়াস উদ্দিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
জ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টি এম গিয়াস উদ্দিন। তিনি দুই মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে।