যুক্তরাজ্যে করোনায় আরও ১৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ১২:২৯:৩২
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে, আবারও কমেছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় (শুক্রবার) মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিলো ৮৯ জন, বুধবার ছিলো ১৭৬ ও মঙ্গলবার ছিলো ১৫৫ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ১৩১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫৭৬ জন, বুধবার ছিলো ৮২৯ জন ও মঙ্গলবার ছিলো ৬৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২৭৬ জন।