যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ১৭৬ জনের : নতুন শনাক্ত ৮২৯ জন
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২০, ১:৫৪:১৩
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৭৬ জনের। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ১৫৫ জন, সোমবার ছিলো ২৫ জন, রবিবার ছিলো ৩৬ জন ও শনিবার মারা যান ১০০ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৯০৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২৯ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৬৮৯ জন, সোমবার ছিলো ৮১৫ জন, রবিবার ছিলো ৯০১ জন, শনিবার ছিলো ৮৯০ জন ও শুক্রবার ছিলো ১০০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৪৮৩ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫০ জন, ওয়েলসে ৬ জন, স্কটল্যান্ডের মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।