যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫৫, আক্রান্ত ৬৮৯
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ১১:৫৪:১১
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েছে মৃতের সংখ্যা। তবে, কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে (মঙ্গলবার) মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এর আগে গতকাল সোমবার ছিলো ২৫ জন, রোববার ছিলো ৩৬ জন ও শনিবার ছিলো ১০০ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৭৩০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৯ জন। গতকাল সোমবার ছিলো ৮১৫ জন, রোববার ছিলো ৯০১ জন, শনিবার ছিলো ৮৯০ জন ও শুক্রবার ছিলো ১০০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬৫৪ জন।