যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আরও ১০০ জনের মৃত্যু , আক্রান্ত ৮৯০
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২০, ১১:৪২:৫১
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (শনিবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০০ জনের মৃত্যু হয়েছে । এর আগে গতকাল শুক্রবার ছিলো ১৮৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৪৯ জন, বুধবার ছিলো ১৫৪ জন ও মঙ্গলবার ছিলো ১৭১ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫১৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১১১৮ জন, বুধবার ছিলো ৬৫৩ জন, মঙ্গলবার ছিলো ৮৭৪ জন ও সোমবার ছিলো ৯৫৮জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ২৫০ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৮ জন, স্কটল্যান্ডে কেউ করোনায় মৃত্যুবরণ করেনি, ওয়েলসে ৫ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।