যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫৪, আক্রান্ত ৬৫৩
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২০, ১২:১৩:৫৩
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ১৭১ জন, সোমবার ছিলো ১৫ জন, রোববার ছিলো ৪৩ জন, শনিবার ছিলো ১২৮ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫৩ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৮৭৪ জন, সোমবার ছিলো ৯৫৮ জন, রোববার ছিলো ১২২১ জন, শনিবার ছিলো ১২৯৫ ও শুক্রবার ছিলো ১৩৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৬২ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫১ জন, স্কটল্যান্ডে ৪ জন, ওয়েলসে ৮ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।