যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২২১
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২০, ১:১৭:০৯
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ( রোববার) মৃত্যু হয়েছে ৪৩ জনের।
এর আগে গতকাল শনিবার ছিলো ১২৮ জন, শুক্রবার ছিলো ১৭৩ জন, বৃহস্পতিবার ছিলো ১৩৫জন, বুধবার ছিলো ১৮৪জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৩২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২২১ জন। গতকাল শনিবার ছিলো ১২৯৫ শুক্রবার ছিলো ১৩৪৬ জন, বৃহস্পতিবার ছিলো ১২১৮ জন, বুধবার ছিলো ১১১৫ জন, মঙ্গলবার ছিলো ১২৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩লাখ ৪ হাজার ৩৩১ জন।