করোনাভাইরাস আপডেট : যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ১২৮ জন, আক্রান্ত ১২৯৫
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২০, ১২:৪১:৩০
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যু হয়েছে ১২৮ জনের। এর আগে গতকাল শুক্রবার ছিলো ১৭৩ জন, বৃহস্পতিবার ছিলো ১৩৫ জন ও বুধবার ছিলো ১৮৪ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫৮৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯৫ জন। গতকাল শুক্রবার ছিলো ১৩৪৬ জন, বৃহস্পতিবার ছিলো ১২১৮ জন, বুধবার ছিলো ১১১৫ জন ও মঙ্গলবার ছিলো ১২৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩লাখ ৩হাজার ১১০ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭১ জন, স্কটল্যান্ডে ২ জন, ওয়েলসে ১ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।