যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন আরও ১৭৩ জন, নতুন আক্রান্ত ১৩৪৬
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২০, ১:৩২:১৬
যক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (শুক্রবার) জনের মৃত্যু হয়েছে ১৭৩ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিলো ১৩৫জন, বুধবার ছিলো ১৮৪ জন, মঙ্গলবার ছিলো ২৩৩ জন, সোমবার ছিলো ৩৮ জন ও রোববার ছিলো ৩৬ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৪৬১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৪৬ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১২১৮ জন, বুধবার ছিলো ১১১৫ জন, মঙ্গলবার ছিলো ১২৭৯ জন, সোমবার ছিলো ১০৫৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩লাখ ৪৬৯ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, স্কটল্যান্ডে ৬ জন, ওয়েলসে ৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।