যুক্তরাজ্যে করোনভাইরাসে আরও ২৩৩ জনের মৃত্যু : আক্রান্ত ১২৭৯
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২০, ১:০৭:০৯
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে আরও ২৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১২৭৯ জন।
ডিপার্টমেন্ট অফ হেলথ পরিসংখ্যান বলছে, মৃতের সরকারী চূড়ান্ত সংখ্যা এখন ৪১,৯৬৯। তবে, পৃথক তথ্যে দেখা যায়, মৃত্যুর প্রকৃত সংখ্যা ৫৩,০০০।
এদিকে, গতকাল সোমবার মাত্র ৩৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। রোববার ছিল ৩৬ জন, শনিবার ছিল ১৮১ জন ও শুক্রবার ছিলো ২০২ জন। তবে, রোববার এবং সোমবার প্রকাশিত দৈনিক মৃত্যুর পরিসংখ্যান উইকএন্ডে রেকর্ডিংয়ের বিলম্বের কারণে সর্বদা অনেক কম থাকে।
ডিপার্টমেন্ট অফ হেলথ বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২৭৯ জন আক্রান্ত হয়েছেন । গতকাল সোমবার ছিল ১০৫৬ জন, রোববার ১৫১৪ জন, শনিবার ১৪২৫ জন ও শুক্রবার ছিল ১৫৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৯৮,১৩৬ জন।
ইংল্যান্ডের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডের হাসপাতালে কোভিড -১৯ এ আরও ৭৯ জন মৃত্যুবরণ করেন। এছাড়া ওয়েলসে ৮ জন, স্কটল্যান্ড ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর রেকর্ড প্রকাশ করা হয়েছে। ইংল্যান্ডের পরিসংখ্যানগুলো কেবল হাসপাতালের মৃত্যু।