লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষ : ৩ ভারতীয় সেনা নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ৬:৪৮:০৫
লাদাখে ভারত ও চীনের সীমান্তবিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংঘর্ষে এক সেনা কর্মকর্তাসহ ভারতীয় সেনাবাহিনীর তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আজ মঙ্গলবার হিন্দুস্তান টাইমস জানায়, দুই দেশের সেনাদের মধ্যে পাথর ও রড দিয়ে সংঘর্ষ হয়। এতে ভারতীয় সেনাবাহিনীর তিন মারা যান।
সেনা সূত্রের বরাত দিয়ে ভারতের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে এই সংঘর্ষে ভারতের আরও ১১ সেনা সদস্য আহত হয়েছেন।
ভারতীয় সেনাদের আক্রমণে চীনের পাঁচ সেনা নিহত হয়েছে বলেও চীনের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।