যুক্তরাজ্যে আরেকটি ভ্যাকসিনের ট্রায়াল
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ৩:০৫:১৫
যুক্তরাজ্যে চলতি সপ্তাহে কভিড-১৯ রোগের আরেকটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মিরর অনলাইন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমপেরিয়াল কলেজ লন্ডনের এই ট্রায়ালের প্রথম ধাপে ৩০০ মানুষকে যুক্ত করা হবে।
একটি ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ অনুসরণ করা হয়। প্রতিটি ধাপের ট্রায়ালে মানুষের সংখ্যা বাড়ানো হয়।
এই ভ্যাকিসনের ট্রায়ালের প্রথম ধাপে ১৮ থেকে ৭০ বছর বয়সী মানুষদের যুক্ত করা হবে। সামনের কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে তারা ভ্যাকসিনের দুটি করে ডোজ নেবেন। প্রথম ধাপ সফল হলে দ্বিতীয় ধাপে ৬ হাজার মানুষকে যুক্ত করা হবে।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন নিয়ে কয়েক মাস ধরে বেশ আলোচনা চলছে। ট্রায়ালে থাকা এই ভ্যাকসিনের সঙ্গে ইমপেরিয়াল কলেজও যুক্ত।
কিন্তু তারা আলাদা করে ব্রিটিশ সরকারের কাছ থেকে ৪১ মিলিয়ন পাউন্ডের ফান্ড নিয়েছে। বিচ্ছিন্নভাবে সংগ্রহ করেছে আরও ৫ মিলিয়ন পাউন্ড। এই অর্থ দিয়ে নিজেরাই ভ্যাকসিন আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
কোনো প্রতিষেধক না থাকা নভেল করোনাভাইরাসের টিকা তৈরি করতে ব্রিটেনসহ আরও অনেক দেশ উঠেপড়ে লেগেছে। চীন জানিয়েছে তাদের করোনাভ্যাক ভ্যাকসিনটি এই বছরের শেষ নাগাদ আসতে পারে। দেশটিতে আরও বেশ কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে।
যুক্তরাষ্ট্রের মডার্না কোম্পানি বারবার বলছে, ট্রায়ালে তাদের ভ্যাকসিন কার্যকর দেখা যাচ্ছে। এই কোম্পানিটি সেপ্টেম্বরের ভেতরে ভ্যাকসিন আনতে চায়।