সিলেটে নতুন শনাক্ত অর্ধ শতাধিক
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ১১:১৪:৪৬
সিলেটের দুই ল্যাবে আজ অর্ধ শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জনে দাঁড়ালো।
এর আগে শাবির ল্যাবে ১৪ জনের করোনা শনাক্ত হয়। তাদের সবাই সুনামগঞ্জ জেলার।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।