যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি উস্তার আলী’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ১১:০৯:৫৭
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দা হাজী উস্তার আলী (উছাই লন্ডনী) আর নেই।
শুক্রবার যুক্তরাজ্য সময় সকাল ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে) যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডনস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, উস্তার আলী প্রায় এক বছর থেকে ক্যান্সারে ভোগছিলেন। শনিবার দুপুরে জানাজার নামাজ শেষে ওয়েস্ট লন্ডনস্থ গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী উস্তার আলী (উছাই লন্ডনী) বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চার দশকের বেশী সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।