করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক মাহমুদের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ৩:৩৭:০৯
ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার বলেন, ৪ দিন আগে ডা. মাহমুদ মনোয়ারের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়েই তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রীও এ হাসপাতালের চিকিৎসক। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৮ চিকিৎসক মারা গেলেন।