ব্রিটেনে করোনায় মারা গেছেন আরও ১১১ জন, নতুন শনাক্ত ১৫৭০
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২০, ১:১৭:৪০
ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা আবারও কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় (সোমবার) মারা গেছেন ১১১ জন। নতুন শনাক্ত হয়েছেন ১৫৭০জন। এর আগে রোববার ১১৩ জন, শনিবার ২১৫ জন ও শুক্রবার মারা যান ৩২৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৪৫ জনে।
করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানান, গত ২৩ মার্চ লকডাউন ঘোষণার পর এই পরিসংখ্যান সর্বনিম্ন । এই মৃত্যুর পরিসংখ্যানে হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে ।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৭০ জন। রোববার ছিলো ১৯৩৬ জন, শনিবার ছিলো ২৪৪৫ জন ও শুক্রবার ছিলো ২০৯৫জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৭৬ হাজার ৩৩২জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১০৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১ জন, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।
চীনের পর ইউরোপ ছিল করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। শুরুর দিকে ইতালির অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তবে, মোট মৃত্যুর তালিকায় টপকে গেছে যুক্তরাজ্য। ইউরোপে এই দেশেই এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বে মৃত্যু-সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।