শ্বাসকষ্ট নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে কাউন্সিলর আজাদ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২০, ৫:৪৩:৩২
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট ও শারিরিক দুর্বলতা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গেলো ২৪ মে করোনাভাইরাসে আক্রান্ত হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।