ব্রিটেনে করোনায় মারা গেলেন আরো ৪১২জন, নতুন শনাক্ত ২০১৩
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২০, ১২:২৫:২৫
ব্রিটেনে তিনদিন নিম্নমূখী থাকার পর করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে, বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু হয়েছে আরো ৪১২ জনের। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ১৩৪জন, সোমবার ছিলো ১২১জন, রবিবার ছিলো ১১৮ জন। মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৪৬০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০১৩ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২০০৪ জন, সোমবার ১৬২৫জন, রবিবার ছিলো ২৪০৯জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৬৭ হাজার ২৪০ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮৩ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৩ জন, ওয়েলসে ১১ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ২ মৃত্যুর খবর প্রকাশ করে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।