শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২০, ৭:৩৮:২৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজন মৃত্যুবরন করেছেন। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আহাদ (৬০)।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করা হয় গতকাল ২৫ মে রিপোর্টে করোনা পজিটিভ আসে। ২৬ মে সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল ২৭ মে তার পরিবারের সকলের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক একটি টিম গঠন করা আছে। তাদের মাধ্যমে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, শ্রীমঙ্গল উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। এদের মধ্যে দু’জন সুস্থ হয়ে উঠেছেন।





