বঙ্গভবনের দরবার হলে ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ১১:৩৪:০৭
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বঙ্গভবনের দরবার হলে ঈদ জামাতে অংশ নিবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷ এদিকে, করোনাভাইরাস সংক্রমণের কারণে রাষ্ট্রপতি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন না।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের কারণে মহামান্য রাষ্ট্রপতি এবার ঈদের প্রধান জামাতে অংশ নিচ্ছেন না। বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি সেই জামাতি অংশ নেবেন। সব সময় ঈদের দিন রাষ্ট্রপতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বঙ্গভবনে ঈদের যে শুভেচ্ছা বিনিময় করেন সেটা এবার হচ্ছে না বলে জানান তিনি।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, দরবার হলে অনুষ্ঠেয় ঈদের জামাতে রাষ্ট্রপতি ছাড়াও তার পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা অংশ নেবেন।
প্রসঙ্গত, দেশের রাষ্ট্রপতি সব সময় ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। আবহাওয়া অনুকূল থাকলে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় প্রধান জামাতে রাষ্ট্রপতি অংশ নিয়ে থাকেন।