যুক্তরাজ্যে নতুন পদ্ধতিতে করোনা টেস্টের ট্রায়াল শুরু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২০, ১:৪০:৩৭
যুক্তরাজ্যে নতুন পদ্ধতিতে প্রাণঘাতী করোনা ভাইরাস টেস্ট শুরু হয়েছে। এই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে মাত্র ২০ মিনিটেই।
বৃহস্পতিবার (২১ মে) দৈনন্দিন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি বলেন, ‘এ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানোর দরকার পড়বে না, সুতরাং আপনি স্পটেই ২০ মিনিটের মধ্যে ফলাফল পেয়ে যাবেন।’
স্বল্পসময়ে করোনা টেস্টের এ প্রক্রিয়া প্রাথমিক ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। এবার বৃহদাকারে ব্যবহারে এর ফলাফল কেমন আসে তা জানার চেষ্টা চলছে বলেও জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
হ্যানকক বলেন, ‘যদি এতে কাজ হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা গণহারে এই টেস্ট শুরু করবো।’
২০ মিনিটে করোনা টেস্টের এই ট্রায়াল পরিচালনা করছে ব্রিটিশ কোম্পানি অপটিজেন।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, ফার্মাসিউটিক্যাল জায়ান্ট রোশের সঙ্গে অ্যান্টিবডি টেস্টের বিষয়ে যুক্তরাজ্য সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এবার দেশটির স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যেই সবার আগে অ্যান্টিবডি টেস্ট করানো হবে। আর এটি হবে সম্পূর্ণ বিনামূল্যে।