ডিজিটাল নিরাপত্তা আইন: হবিগঞ্জে সাংবাদিক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২০, ১:০৮:৪২
হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হবিগঞ্জের স্থানীয় দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে হবিগঞ্জ সদরের চিরাকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সুশান্ত দাশগুপ্তকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমনসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপ্রচার চালাচ্ছেন অভিযুক্তরা।
গ্রেফতারের পর সুশান্ত দাশগুপ্ত তার নিজেই তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।
হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।