
সিলেট রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। এর আগে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত ছিলেন কামরুল আহসান।
এর আগে গত ৩ মে এক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি হলে তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে মফিজ উদ্দিন আহমেদকে পদায়ন করা হয়।