সিলেটে আরো দু’জন করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২০, ৩:৫৩:১৮
স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী দুই উপজেলায় আরও দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ধরা পড়ে।
এ বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, আক্রান্ত দু’জনই পুরুষ। আক্রান্তদের একজন গোয়াইনঘাট উপজেলায় ও অন্যজন জৈন্তাপুর উপজেলায়। তারা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, সিলেটে এ নিয়ে তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন।