সিলেট, ৩১ মার্চ : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি।
মঙ্গলবার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাল (সোমবার) পর্যন্ত হাসপাতালে পাঁচজন রোগী ছিলেন। এদের মধ্যে তিন জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদেরকে বাড়ি পাঠানো হবে।’
রিপোর্ট আসা তিনজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়ে আরএমও বলেন, গত শনিবার রাতে ঢাকা থেকে সিলেটে আসার পথে অসুস্থবোধ করলে তিনি বাড়ি না গিয়ে সোজা হাসপাতালে এসেছিলেন।
অপর দুজনের একজন ৮০ বছরের বৃদ্ধ। নিউমোনিয়া জ্বর ও সর্দি-কাশি থাকায় তাকে তিনদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছিল।অপর জনের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তারও করোনা নেগেটিভ পাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।