সিলেটে ১৭৩৪ জন ছাড়লো হোম কোয়ারেন্টিন
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২০, ৪:২৬:৫৮
মিরর ডেস্ক : প্রাণঘাতি করোনা ভাইরাসের সন্দেহে হোম কোয়ারেন্টিনে অবস্থানরত মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। এই বিভাগের ৪ জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ১৮৪ জন। অন্যদিকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন।
এসব হোম কোয়ারেন্টিনে অবস্থানকারীদের মধ্যে সিলেটে ৫৫৯, সুনামগঞ্জে ১১১, হবিগঞ্জে ৪০৩, মৌলভীবাজারে ১১১ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১ হাজার ৭৩৪ জনের রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ পাওয়ার ফলে তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
ডা. আনিসুর আরও জানান, সবশেষ গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগেরদিন শুক্রবার ছাড়পত্র দেওয়া হয় ১৬৯ জনকে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে আনা হয়েছে। তাদের মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ৭ জন।
এছাড়াও সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল আইসোলেশন ইউনিটে রয়েছেন ২ জন। হবিগঞ্জ হাসপাতালে আরো ১ জন। তাদের মধ্যে শামসুদ্দিন হাসপাতালের এক প্রবাসী ও হবিগঞ্জ হাসপাতাল আইসোলেশনে থাকা রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ। তাই তাদের ছাড়পত্র প্রদান করা হবে।