ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর, উপ-আঞ্চলিক যোগাযোগ ও বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নেয়ার জন্য আগামী ১৭ মার্চ মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে।
সাক্ষাৎকালে মুজিব বর্ষ উদযাপনে নেয়া বিভিন্ন কর্মসূচি সংক্ষেপে তুলে ধরেন শেখ হাসিনা।
প্রেস সচিব জানান, উভয় পক্ষ করোনাভাইরাস নিয়েও কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ইতোমধ্যে করোনাভাইরাসের রোগীদের জন্য একটি হাসপাতাল নির্দিষ্ট করে রেখেছে। কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে পাঠানো হবে।
এ সময় হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং এ দেশের তৈরি পোশাক শিল্পের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সাক্ষাতে উপস্থিত ছিলেন।