সিলেটের কোম্পানীগঞ্জে বিয়ের তিন দিনের মাথায় এখলাছুর রহমান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
এখলাছ কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বাবুলনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সোয়া ৬টার দিকে বাড়ির পেছনের আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এখলাছ।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিনদিন আগেই তার বিয়ে হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।