প্রবাসীরা সব সময় দেশের উন্নয়নে কাজ করছেন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১:৪৪:৫২
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন খান বলেছেন, কে কোন দল করি সেটা বড় বিষয় নয়। দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ কতরতে হবে।
তিনি বলেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়নে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সুবিধা বঞ্চিতদের পাশে দাড়িয়েছে। রোববার এসোসিয়েশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মধ্যে ৫ম বার্ষিক খতনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সংগঠনের সহ-সভাপতি শামীম শাহানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম শানুর এবং রুহেল আহমদ আরিফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর সিকন্দর আলী, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, এডভোকেট মাহফুজ চৌধুরী, কার্ডিফ বাংলাদেশী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাজী শাহজাহান, সাবেক কাউন্সিলর এডভোকেট আবদুর রকিব বাবলু, মহিলা কাউন্সিলর মাহছুদা সুলতানা। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদাত আহমদ, আব্দুস সালাম তুহেল, আবুল খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।