রাষ্ট্রপতি সিলেট আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২০, ১০:৫৫:৪৯
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সিলেট আসছেন আজ (বুধবার)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সিলেট আসছেন তিনি।
রাষ্ট্রপতির সফরসূচী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকাপ্টার যোগে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। এরপর হযতর শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা ৩ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আব্দুল হামিদ। বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।
প্রসঙ্গত, আজ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হবে।