শীতার্তদের জন্য উপহার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীপত্নী
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৯, ৬:০৬:০২
নিউজ ডেস্ক: সিলেটের দুই হাজার গরিব শীতার্তদের জন্য উপহার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেন। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সিটি কাউন্সিলরদের মাধ্যমে অসহায়দের কাছে শীতের উপহার হিসেবে দুই হাজার চাদর পাঠান তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ তাঁর বাসভবন হাফিজ কমপ্লেক্সে তিনি চাদরগুলো আওয়ামী লীগ নেত্রী ও কাউন্সিলরদের হাতে তুলে দেন।
এ সময় সেলিনা মোমেন বলেন, গরিব, অসহায়রা আমাদের সমাজের অংশ। দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশব্যাপী শীতের প্রকোপ বাড়ায় গরিব মানুষের কষ্ট বেড়েছে। এ সময়ে বিত্তবানরা এগিয়ে এলে অসহায়দের দুর্ভোগ লাঘব সম্ভব হবে।
তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিটি কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা বাসিত, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন আহমদ প্রমুখ।
মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কাউন্সিলররা সেলিনা মোমেনের পক্ষে নিজ নিজ এলাকায় শীতবস্ত্রগুলো বিতরণ করবেন।