৩১ অক্টোবরই ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাবে , বললেন বরিস জনসন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৯, ১০:৪৫:১৮
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট বল এখন ইউরোপীয় ইউনিয়নের কোর্টে। আলোচনা নিয়ে বর্তমান অচলাবস্থা দূর করার দায়িত্ব তাদেরই। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, শিগিগরই ব্রেক্সিট নিয়ে সিদ্ধান্ত জানাবে ইউরোপীয় ইউনিয়ন। বিবিসি ও রয়টার্স
প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার সাংবাদিকদের বলেন, আমরা আমাদের বন্ধুদের কাছে যে প্রস্তাব দিয়েছি তা সাধারণ, সুন্দর ও যৌক্তিক। এখন তারা কী ভাবছেন তা আমরা জানতে চাই। ইইউর উদ্দেশ্যে বরিস জনসন বলেন, আপনাদের কাছে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেগুলো নিয়ে আলোচনায় বসতে পারি আমরা। তিনি আবারও অঙ্গীকার করেন যে ৩১ অক্টোবরই ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাবে।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফোনালাপে বরিস জনসনকে বলেছেন, চলতি সপ্তাহের শেষ দিকেই ব্রেক্সিট চুক্তি নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। তিনি বলেন, ইইউর নীতিকে শ্রদ্ধা জানাতে হবে এবং একটা চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত আলোচনা শুরু করতে হবে। রোববার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস ডেনমার্ক, সুইডেন এবং পোলান্ডের নেতাদের সঙ্গেও ফোনালাপ করবেন।