সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা তুহিন মনসুরের
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৪:৫২:২১
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর ।
তিনি এক বার্তায় বালাগঞ্জ উপজেলা সহ পুরো দেশবাসীর সনাতন ধর্মের সর্বস্তরের মানুষকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের অনুসারীরা যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এই উৎসব সকল মানুষের মধ্যে নিয়ে আসুক অনাবিল সুখ আনন্দ ও শান্তি।