সিলেটে ভারতীয় মুদ্রাসহ ১জন আটক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ১:২৪:১১
সিলেটে দেড় লাখ টাকার ভারতীয় মুদ্রাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটকের নাম ইউসুফ মিয়া (৪০)। তিনি জৈন্তাপুর উপজেলার ঘিলারতৈল গ্রামের আবুল কালামের পুত্র।
জানা যায়, চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন ভারতীয় সীমান্ত সংলগ্ন ডিবির হাওড় এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফ মিয়াকে এক লক্ষ পঞ্চাশ হাজার মূল্যমানের ভারতীয় মুদ্রা সহ আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- ইউসুফ মিয়া ভারত হতে বিভিন্ন পণ্য আদান-প্রদানের এ সকল মুদ্রা ব্যবহার করতেন। এ ঘটনায় ডিবি (উত্তর) এ কর্মরত এসআই মিজানুর রহমানের দাখিলকৃত এজাহারে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার বলেন, চোরাচালানের মাধ্যমে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। এ ধরণের কর্মকান্ড প্রতিহত করতে জেলা গোয়েন্দা শাখার নজরদারি আরো বৃদ্ধি করা হবে।