মেয়েদের বিয়ের বয়স বাড়াল ইন্দোনেশিয়া
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪:১৮
সুরমা নিউজ:
বাল্যবিয়ে বন্ধ করতে মেয়েদের বিয়ের বয়স বাড়াল ইন্দোনেশিয়া। বিয়ের বয়স সর্বনিম্ন ১৯ বছর করেছে দেশটি। এতে বাল্যবিয়ে কমবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে জানায়, ইন্দোনেশিয়ায় বিদ্যমান বিবাহ আইনটি সংশোধন করতে একমত হয়েছেন এমপিরা।
বর্তমান আইন অনুসারে, মেয়েদের বিয়ের বয়স ১৬ এবং ছেলেদের ১৯ বছর। ‘গার্লস নট ব্রাইডে’ নামে এনজিওর মতে, ইন্দোনেশিয়া বিশ্বে অষ্টম দেশ, যেখানে মেয়েশিশুরা বাল্যবিয়ের শিকার হয়।
ইউনিসেফের মতে, ইন্দোনেশিয়ায় ১৪ শতাংশ মেয়েশিশুর বিয়ে হয়ে যায় ১৮ বছর বয়সের আগেই এবং ১৫ বছরের আগেই ১ শতাংশ মেয়েশিশু। সিএনএন।