লাইবেরিয়ায় মাদ্রাসায় আগুন লেগে ২৭ শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৯:০৮:৪২
আন্তর্জাতিক ডেস্ক:
লাইবেরিয়ায় একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন শিশু নিহত হয়েছে। রয়টার্স জানায়, বুধবার রাজধানী মোনরোভিয়ার উপশহরে এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, “শিশুরা কোরআন শিক্ষার সময় আগুন লাগার ঘটনা ঘটে।” বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানায়।